নিজস্ব প্রতিবেদক:২৩ মাচ-২০২৫,রবিবার।
গত ১৫ মার্চ, শনিবার ওয়ারেন সিটির আল-ফাতাহ জামে মসজিদে জকিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে আলোচনা ও দোয়া পরিচলনা করেন আল-ফালাহ মসজিদের ইমাম মাওলানা আবদুল বাসিত চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে সাম্যের শিক্ষা দেয়।
সোসাইটির সভাপতি সৈয়দ শফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি আহমদুর রহমান, মঞ্জুর আহমদ, অর্থ সম্পাদক ফারুক আহমদ, প্রচার সম্পাদক মিশকাত হোসেন, সদস্য কামাল আহমদ। উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সৈয়দ গোলাম কিবরিয়া লস্কর, আবদুস সাত্তার ও সৈয়দ ইসমাইল দুলু। আরও উপস্থিত ছিলেন কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি জুবায়েরুল ইসলাম চৌধুরী খোকন ও বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর সাবেক সভাপতি ওলিউর রহমান, বিএনপি নেতা খন্দকার কামাল হোসেনসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শেষাংশে সভাপতি তার বক্তব্যে সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে অতিথিবৃন্দ ও সোসাইটির নেতৃবৃন্দের অসংখ্য ধন্যবাদ জানান। এবং সোসাইটির বিভিন্ন পর্যায়ের সামাজিক উন্নয়নে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।
এতে মিশিগানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।