স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের ১২টি উপজেলার এক হাজার ৩১৩টি মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সোমবার(৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজ অনুঠিত হয় সকালে সাড়ে ৯টায়। এছাড়া প্রতিটি উপজেলায় এদিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। কোন কোন মাঠে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি ঈদ জামাতের নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলায় এক হাজার ৩১৩টিসমাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৬টি, কালিহাতীতে ১৩৮টি, ধনবাড়ীতে ১৬টি, গোপালপুরে২০টি, ভূঞাপুরে ১২৯টি, বাসাইলে ১৭৪টি, দেলদুয়ারে ১২৮টি, সখীপুরে ১২৫টি, নাগরপুরে ৭৬টি, মধুপুরে
৬০টি, মির্জাপুরে ১১৬টি এবং ঘাটাইলে ২৯৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ১২টি উপজেলার মধ্যে ধনবাড়ী উপজেলায় সর্বনি¤œ ১৬টি এবং ঘাটাইলে সর্বোচ্চ ২৯৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এদিন সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রথম
জামাতে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুল্যাহ আর মামুন, পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিহাব রায়হান সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় সংগঠন ও গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাতে ইমামতি করেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়।