শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ ধামরাইয়ে নারীকে পিটিয়ে হত্যা, মামলার আট ঘণ্টায় গ্রেপ্তার পলাতক বাবা-ছেলে ঢাকা আরিচা মহাসড়কে এসবি ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ৬ মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার

ধামরাইয়ে নারীকে পিটিয়ে হত্যা, মামলার আট ঘণ্টায় গ্রেপ্তার পলাতক বাবা-ছেলে

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৯ দেখা হয়েছে:

 সুমন আহমেদ, ধামরাই (ঢাকা) :০৪ এপ্রিল-২০২৫,শুক্রবার।

ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় সৈয়দা শিরিন আক্তার (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করার আট ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সেলিম শিকদার (২০) ও কামরুল শিকদার (৪০)। তারা ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকার বাসিন্দা ও সম্পর্কে বাবা-ছেলে। শুক্রবার (৪ এপ্রিল) গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। গত ১ এপ্রিল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। পুলিশ জানায়, গত গত ২৮ মার্চ দুপুর ২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সেলিম শিকদার ও কামরুল শিকদার ধারালো ছ্যান দা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তার ছেলে সিয়াম হোসেনের (২০) ওপর হামলা করে। তারা তাকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি মেরে শরীরে নিলাফুলা জখম করে। সিয়াম হোসেনের ডাক চিৎকারে তার মা সৈয়দা শিরিন আক্তার (৫০) এগিয়ে এসে তাকে রক্ষার চেষ্টা করলে তাকেও এলোপাথারী ভাবে কিল, ঘুষি মেরে শরীরে নিলাফুলা জখম করে। এ সময় প্রধান আসামি সেলিম শিকদার তার হাতের লাঠি দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় ওই নারীর স্বামী বাদি হয়ে মামলা করেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। // সুমন আহমেদ

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102